মেহেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধায় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এই কর্মসূচির উদ্বোধন করেন। পরে মেহেরপুরের প্রধান সড়কে মশক নিধন অভিযান চালানো হয়।
এর আগে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা ধ্বংস করার জন্য কীটনাশক স্প্রে করা হয়।
মেয়র রিটন জানান, বর্ষার শুরুতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা বিগত কয়েক দিন ধরে কীটনাশক স্প্রে করেছি। সেই সাথে আজ থেকে শহরের প্রতিটি জায়গায় ফগার মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হলো। যা চলমান থাকবে।
মেপ্র/এমএফআর