মেহেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার কালাচাঁদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পৌরসভার প্রশাসক মো: শামীম হোসেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া, পৌরসভার এলাকায় জনসচেতনতা বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় সিভিল সার্জন মহীউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এন এম রফিকুল হাসান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ ইমতিয়াজ আহমেদ বক্তব্য রাখেন।
এসময় তারা মেহেরপুর পৌরসভা স্বাস্থ্য সুরক্ষার জন্য ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এছাড়াও ছাত্র প্রতিনিধি আশিকুর রহমান শিশির জেলা দরিদ্র বিমোচন সংস্থার পরিচালক আবু জাফরসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।