মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। কমিশন বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এক তফশিলে হবে কুমিল্লা সিটি করপোরেশন, মেহেরপুর পৌরসভাসহ ৬টি পৌরসভা ও ১৩৫ টি ইউনিয়ন পরিষদে ভোট। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩, ২৪ ও ২৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।
একসঙ্গে ৬টি পৌরসভা, একটি উপজেলা ও ১৩৫টি ইউনিয়নে একই দিনে ভোট হবে। সবগুলো ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। যে সকল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো, মেহেরপুর পৌরসভা, ঝিনাইদহ পৌরসভা, মকসুদপুর পৌরসভা, গোপালগঞ্জ পৌরসভা, সিলেটের বিয়ানীবাজার পৌরসভা এবং রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা। তবে মেহেরপুরের কোন ইউনিয়ন এ তপশিলে আছে কিনা তা এখনো জানা যায়নি।