সড়ক দুর্ঘটনায় মেহেরপুর প্রতিদিন এর চীফ রিপোর্টার মর্তুজা ফারুক রুপক আহত হয়েছেন। বুধবার সকালে শহরের কালাচাঁদপুর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল যোগে শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যাওয়ার পথে করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার ডান পায়ে পাঁচটি শেলাই সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত হয়েছে ।
মর্তুজা ফারুক রুপক শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, মেহেরপুর প্রতিদিনের চীফ রিপোর্টার ও ঢাকা১৮ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।