মেহেরপুর প্রতিদিন মেহেরপুর জেলার একমাত্র ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনন্য দৈনিক পত্রিকা। ২০১৮ সালর ২৬ শে মার্চ মেহেরপুর প্রতিদিন এর জন্ম। একটি পত্রিকা হচ্ছে সমাজের দর্পন।
সমাজের চেহারা বা চিত্র একটি পত্রিকার মাধ্যমে ফুটে উঠে। পত্রিকা হচ্ছে গণমাধ্যম।এই মাধ্যমে প্রতিফলিত হয় সমাজের আশা আকাঙ্ক্ষা, তুলে ধরা হয় সমস্যা ও তার সমাধান। মেহেরপুর প্রতিদিন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই মেহেরপুর প্রতিদিন মানুষের মূখপত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মেহেরপুর প্রতিদিনের ২য় বর্ষপূতিতে রইলো আমার আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। এই পত্রিকার সাথে জড়িত সম্পাদক সহ সকলকে জানাই অভিবাদন এছাড়া পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই শুভকামনা।
আমি মেহেরপুর প্রতিদিন এর উত্তরোত্তর সাফাল্য কামনা করি।
এম এ এস ইমন
প্রকাশক
মেহেরপুর প্রতিদিন