আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়ন এর জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় যুব জোট নেতা মোঃনুরু-উছ-সাফা প্লাবন এর গণসংযোগ অব্যাহত রয়েছে।
শনিবার বিকেলে নবগঠিত বারাদি ইউনিয়ন এর ০৭ ওয়ার্ডের পুরাতন দরবেশপুর গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকলে তিনি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন। এসময় প্লাবন বলেন, আমি আপনাদের আশার ফুলঝুড়ি দিবো না। একজন জনপ্রতিনিধি যে জনগণের চাকর এটা প্রমাণ করানোই আমার সপ্ন এবং লক্ষ্য। আমি নেতা হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। সচ্ছ ও জবাবদিহিমূলক পরিষদ গঠন করতে তিনি মশাল প্রতীককে নির্বাচিত করার আহবান জানান।