মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর এর উদ্যোগে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ, জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশযয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর ভৈরব নদের পন্ডের ঘাট এলাকায় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় তিনি বলেন, মেহেরপুর জেলার একমাত্র প্রাণকেন্দ্র ভৈরব নদী যেখানে বিভিন্ন ধরনের ছোট বড় মাছ পাওয়া যায়। এই নদীকে কেন্দ্র করে অনেকের সংসার চালে। তাই আজ ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
এসময় মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, মৎস্যজীবী প্রতিনিধি সাদিক হোসেন বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।