ঐতিহাসিক গুরত্ব বিবেচনায় স্বাধীনতার স্মৃতি বিজড়িত মেহেরপুর জেলাকে “সি” ক্যাটাগরি থেকে “বি” ক্যাটাগরিতে উন্নীত করার জন্য মন্ত্রী পরিষদ বিভাগকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। যে প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।
গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাধীনতার স্মৃতি বিজড়িত মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলা সি ক্যাটাগরির একটি জেলা। জেলাটি “সি” ক্যাটাগরির হওয়ায় পর্যাপ্ত জনবল ও বরাদ্দের অভাবে জেলা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ব্যহত হচ্ছে। জাতির পিতার নামাঙ্কিত মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানতে প্রতিনিয়তই ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের পর্যটক ভ্রমণ করে থাকেন। এমতাবস্থায় মেহেরপুর জেলা ঐতিহাসিক গুরত্ব বিবেচনাপূর্বক জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরাণ্বিত করার লক্ষ্যেমেহেরপুর জেলাকে সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরির জেলাতে উন্নীত করা যেতে পারে।