মেহেরপুরের শিশু সংগঠন অঙ্কুর ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসবের মধ্যে দিয়ে ৩০ জন অসহায় শিশুর মুখে হাসি ফুটালো অংকুর সংগঠক ।
সিনিয়র সংগঠক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠক শোয়েব রহমান দূরন্ত, মেহেরপুর প্রতিদিন’র সাহিত্য সম্পাদক সুখী ইসলাম সাংবাাদিক মুজাহিদ মুন্না, সংগঠক ডা: সামিতা সাদেক খান, আব্দুল আলিম ।
জাবির আল সাবার সঞ্চালনায় বক্তব্য রাখেন অঙ্কুর’র সভাপতি মো: নাছিম রানা বাঁধন ও অংকুরের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ রহমান শাফী, জ্যোতি, আখি , উল্লাস, সাকিব, তিথি, গালিব, মহতি, সাজু, হিমেল, রিওন, সুমন, নিলয়, মিলন, পারভেজ, দীপ।
এ ছাড়া উপস্থিত ছিলেন হিরন, ফাহামি, হিজল সহ উপস্থিত ছিলেন অংকুরের অন্যান্য সদস্যরা।
-নিজস্ব প্রতিনিধি