মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া বড় মসজিদের সামনে অটো ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোঃ রিপ্ত গুরুতর ভাবে আহত হয়েছে।
আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুর ২ টা ৪০ মিনিটের সময় এই দুর্ঘটনাটি ঘটে। আহত মোঃ রিপ্ত (১৭) বামনপাড়া গ্রামের স্বপন মীরের ছেলে।
স্থানীয়রা জানায় মোটরসাইকেল আরোহী মোঃ রিপ্ত বামনপাড়া বড় মসজিদের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোর সাথে ধাক্কা মেরে ছিটকে রাস্তাতে পড়ে যায় এসময় মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। আমরা স্থানীয়রা ও আঘাতপ্রাপ্ত রিপ্তর আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।