মেহেরপুরে মুজিব শতবর্ষ, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অরণি থিয়েটারের ৫০ টি কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অরণি থিয়েটার ও অরণি চিলড্রেস থিয়েটার পরিবারের উদ্যোগে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অরণী থিয়েটারের আহবায়ক নিশান সাবেরের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতাই উপস্থিত ছিলেন, অরণী থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন, সাংবাদিক মাহমুদুল হক পলেন,
মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, রুহুল কুদ্দুস টিটো। এছাড়াও অরণী থিয়েটারে সদস্য রুবেল হোসেন, অর্পণ, সাইফ, নিপা, মনোয়ার হোসেন, সাঈদ হোসেন, শামসুজ্জামান মন্টু, কাকলি, সুজন, সোহাগ ও আহার উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতার চিত্রাংকনে ক, খ ও গ বিভাগে মোট ২৭ জন। নৃত্যে ক,খ ও গ বিভাগে মোট ২১ জন। একক নাটকে ক বিভাগে মোট ৬ জন। আবৃত্তির ক বিভাগে ১০ জন,খ বিভাগে ১৭ জন ও গ বিভাগে ৬ জন মোট ৩৩ জন। গানে ক বিভাগে ২ জন, খ বিভাগে ১০ জন ও গ বিভাগে ১১ জন মোট ২৩ জন সর্বমোট ১১০ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ গ্রহণ করে।