জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে মেহেরপুরে একটি আধুনিক শিশু পার্ক গড়ে তোলা হবে।
তিনি অংশ গ্রহণকারীদের উদ্দেশ্য বলেন, তোমাদেরকে উন্নত হতে হলে, সফল হতে হলে লেখাপড়াতে ভাল হতে হবে। লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ জ্ঞানই শক্তি।
গতকাল সকালে স্কুল ও কলেজের ছেলেমেয়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতা বিজয় ফুল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় ফুল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নত থেকে উন্নততর হচ্ছে। দেশে কোন দারিদ্র থাকবেনা। প্রত্যেকের হাতে পর্যাপ্ত অর্থ থাকবে, আর্থিকভাবে সচ্ছল থাকবে।
তিনি বলেন, মেহেরপুরসহ সারা দেশের মানুষ যেন নিরাপত্তা ও শান্তির মধ্য থাকতে পারে এজন্য বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরীতে কাজ করে যেতে হবে।
প্রধান অতিথি ফরহাদ হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পূর্বে দুইবার মেহেরপুরে
এসেছেন এবং সভা সমাবেশে তিনি যোগ দিয়েছেন। জাতির পিতা মেহেরপুরে সমাবেশ শেষে যশোরে ফিরে মেহেরপুরে দেশদ্রোহী বক্তব্যে দেওয়ার অজুহাতে পাকিস্তানী পুলিশের হাতে গ্রেফতার হন। কিন্তু তিনি সেদিন কোন দেশদ্রোহী বক্তব্যে দেননি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করার জন্য সকলকে একথাকার জন্য বক্তব্যে দিয়েছিলেন।
নিজস্ব প্রতিনিধি