মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমদহ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খালেকুজ্জামান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মারুফ আহমেদ বিজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস।
এসময় নেতারা বলেন, ১৬ টি বছর শেখ হাসিনার সংগ্রাম লড়াই সংগ্রাম করেছে দিনের পর দিন জেল খেটেছেন দিনের পর দিন মাসের পর মাস কোর্টের হাজিরা দিয়েছি। রোদে পুড়ে পালিয়ে বেড়াইছেন গভীর শীতের মধ্যে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এত ত্যাগের মধ্যে শেখ হাসিনাকে বিদায় করেছি।
এছাড়াও এসময় পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনা, আমদহ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাইদুর রহমান, বিএনপির নেতা আব্দুল সাত্তার মুক্ত, ফিরোজ, রিপন শান্তসহ ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।