মেহেরপুরে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৩ জন, গাংনী ৪ জন এবং মুজিবনগরে ২ জন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্ট ৬৯ টি। তারমধ্যে ২৯ জন করোনা পজিটিভ।
এনিয়ে বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজেটিভ এর সংখ্যা ২০৩ জন। তার মধ্যে সদরে ১২১ জন, গাংনীতে ৬৯ জন এবং মুজিবনগরে ২৩ জন।
ভিন্নসূত্রে পাওয়া আক্রান্তদের পরিচয় -মেহেরপুর আমদহ কামাল (৪০),ক্যশ্বপপাড়া মেহেরুন নেছা (৬৫) ,গোভিপুর রাইনি (২২) ,তেরঘোরিয়া সাবানা (১৯) ,জেনারের হসপিটাল হাসি মন্ডল (৫৮) ,পুলিশ লাইন আইরিন খাতুন (২৪) ,সম্পা আক্তার (২২), সনিয়া খাতুন (২০) ,হোটেলবাজার দৌলত (৫৬) ,কাঁসারী পাড়া নজরুল ইসলাম (৭০) ,স্টেডিয়াম পাড়া আঃ খালেক (৬২) ,আমদহ আলী হোসেন (৪৯), পিয়াদাপাড়া সোহাগ (৩৭) ,গোরস্থান পাড়া ফয়সাল আলম (৪৫) ,বোসপাড়া সরস্বতী (২৫) ,খন্দকার পাড়া কাজি জাফর (৬০) ,আলিয়া মাদ্রাসা রওশন আরা জাব্বার (৫৫) ,পুলিশ লাইন সামা নুর জামান (৩০) ,হোটেলবাজার জিয়ারুল ইসলাম (৫৫),স্টেডিয়াম পাড়া রুমি (৫০) ,শিমি (৪২) ,নতুনপাড়া কুদরত ই এলাহি (৪৭) ,শাহিদা (৪৬) গাংনী গাড়াডোব শাহিনুর (২৩),শিশিরপাড়া মকছেদ আলী (৪১),ওবায়দুর রহমান (২৮),জুগিন্দা নাহিদ (১০) ,চরগোয়ালগ্রাম সাইদুর বাশার (২৯),মুজিবনগর বল্লভপুর পরাগ (৩৫)।