মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় পুলিশের মাদক বিরোধী যৌথ অভিযানে ৯ মাদক সেবক ও ত্রয় বিক্রয়ে সহায়তাকারিকে গ্রেফতার করে ডোপ টেষ্ট শেষে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এরা হলেন মেহেরপুর শহরের উত্তর স্টেডিয়ামপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে রাজীব শেখ (৩৫) ও সাইফুল ইসলাম (৪০), বোশপাড়া এলাকার মৃত শাহাদৎ হোসেনের ছেলে আনোয়ার হোসেন ওরফে সোহাগ (২৫), পুরাতন বাসস্ট্যান্ডপাড়া এলাকার মৃত বাবুর আলীর ছেলে শাকিল (২০), উত্তর ফৌজদারী পাড়া এলাকার আক্কাছ আলীর ছেলে বাহাদুর (৩৮), বামনপাড়া এলাকার মৃতু মধু খাঁ’র ছেলে আব্দুল গফুর খাঁ (৪০), মাঠপাড়া এলাকার ইলিয়াছ হোসেনের ছেলে লিখন (২৪), মুখার্জিপাড়া এলাকার করিম মন্ডলের ছেলে মো: আলেক (৪৫), হঠাৎপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে উজ্জল (২৪)।
গতকাল বুধবার (১৬ নভেম্বর) সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়। পরে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্যাথলোজি বিভাগে তাদের ডোপ টেষ্ট করা হয়। হাসপাতালের তত্বাবধায়ক ড. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তারের তত্বাবধানে এসব আসামিদের ডোপ টেষ্ট করে সকলের শরীরেই মাদকের উপস্থিতি পান তিনি।
মামলার আইও মেহেরপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, ৯ জনের শরীরেই গাঁজা ফেনসিডিলসহ অন্যান্য মাদকের উপস্থিতি পাওয়া গেছে।
মামলার আইও এসআই সোহরাব হোসেন বলেন, মাদক সেবন ও ক্রয় বিক্রয় বেড়ে যাওয়ায় পুলিশ বিভাগের পক্ষ থেকে মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযানে অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়। অভিযানের শুরুতে উত্তর স্টেডিয়াম পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজীব শেখ ও তার ভাই সাইফুলকে আটক করা হয়।
আটকের পর তারা জানান, বামনপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শাওনের কাছ থেকে মাদকদ্রব্য কিনে ৮/৯ জন এক সাথে সেবন করি। তাদের স্বীকারোক্তি মোতাবেক নাম ঠিকানা পেয়ে বাকী ৭ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হাসপাতালে নিলে ডোপ টেষ্টের মাধ্যমে তারা মাদক সেবি হিসেবে চিহৃিত হয়। পরে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৬/২৫ ৪১ ধারাসহ বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে।
আটক এসব ব্যক্তিদের বিরুদ্ধে মাদকের অভিযোগে সদর খানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গতকাল বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যারর দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে