মেহেরপুরে নতুন করে আজ একজন করোনা পজিটিভ হয়েছে। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসিরউদ্দিন ‘মেহেরপুর প্রতিদিন’ তে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ শুক্রবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১৫ টি প্রাপ্ত রিপোর্ট এর মধ্যে ১ টি পজিটিভ এসেছে।
জানা গেছে, নতুন করে আজ একজন করোনা পজেটিভ হয়েছে তিনি মেহেরপুর হোটেল বাজারের লর্ড মার্কেট এর ব্যবসায়ী রাজু ইলেকট্রিক এর প্রোপাইটর রাজু আহমেদ।
এর আগে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য কুষ্টিয়ার পিসিআর ল্যাব পাঠানো হয়। আজ তার রিপোর্ট এসেছে এতে তার করোনা পজিটিভ বলে জানা যায়। এর আগে নমুনা সংগ্রহের পর পরেই তার দোকান ও বাড়ি লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, মোট নমুনা পাঠানো হয়েছে ১৮৭৬ টি এর মধ্যে ফলাফল এসেছে ১৬২৭টি যার মধ্যে ৬১ টি পজিটিভ বাকি ১৫৬৬ টি নমুনা নেগেটিভ বলে জানান সিভিল সার্জন।
আক্রান্ত ৬১ জনের মধ্যে মেহেরপুর সদরে ৩১ জন, গাংনী ২৪ জন ও মুজিবনগরে ৬ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের, সুস্থ হয়েছেন ২৩ জন, বাইরে পাঠানো হয়েছে ৪ জন কে এবং ২৯ জন বর্তমান চিকিৎসাধীন রয়েছেন।