মেহেরপুরে হামদ, নাথ ও ইসলামী সংগীত শিল্পীদের নিয়ে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০ টার মেহেরপুরে ইসলামী সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাহিত্য সাংস্কৃতিক বিভাগ মেহেরপুর নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটি সভাপতি এম এ জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটি প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সালাম, জেলা জামাত ইসলামের সেক্রেটারি ইকবাল হোসাইন, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইক্লোন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা রাশেদ উসমান।
এ সময় বক্তারা বলেন অপসংস্কৃতিতে জড়িয়ে পড়া এ সমাজকে রক্ষা করতে হলে ইসলামী সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে। তারা আরো বলেন ইসলামিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বর্তমান সমাজকে পাশ্চাত্য সংস্কৃতির কালোথাবা থেকে রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে মেহেরপুর, গাংনী ও মুজিবনগর থানার শিল্পীর অংশগ্রহণ করেন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।