মেহেরপুরে কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল রচনা পাঠ থেকে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার সকালে মেহেরপুর সরকারী কলেজের বৈশাখী চত্বরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর সরকারী কলেজ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহা. আব্দুর রাজ্জাক, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল বশির, অর্থনীতি বিভাগের প্রভাষক ইফতেখাইরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যক্ষ মোঃ ফুয়াদ খাঁন, ইংরেজি প্রভাষক মোঃ মাহফুজ আলী, বাংলা প্রভাষক মনিরুজ্জামান। এছাড়াও সেখানে অন্যান্য প্রভাষকগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পরে মেহেরপুর সরকারী কলেজের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা, গান, ছড়া ও নাচ পরিবেশন করে অন্যান্য ছাত্র-ছাত্রী ও প্রভাষকদের মন জয় করে নেয়।