মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে করোনা মোকাবেলায় জন সচেতনতা মূলক লিফলেট করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে লিফলেট বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হালিম।
এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। তিনি বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক প্রচারণা শুরু করেছি। সেই সাথে
“সরকারের নির্দেশনা মেনে চলি, হাত ধোয়ার অভ্যাস, করি মাস্ক ব্যবহার করি, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, পরিস্কার পরিচ্ছন্ন থাকি, মানবিক আচরণ করি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি”। এসকল স্লোগান নিয়ে মেহেরপুরের প্রতিটি গ্রামে মাইকযোগে ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার করা হবে।
অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা শহীদ সাদেক হোসেন বাবুল, সিরাজুল ইসলাম, মোখলেসুর রহমান, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
মেপ্র/এমএফআর