মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে দেশে লকডাউন শুরু হয়।
এবং সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষনা করে। ফলে মেহেরপুর বুড়িপোতা ও কুতুব পুরের অটো চালকরা কর্ম হীন হয়ে পড়ে। এই সব কর্মহীন অটো চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ রবিবার সকাল ১০ ঘটিকায় গোভিপুর হাই স্কুল মাঠে ৫০০ অটো চালকের মাঝে ১৫ কেজি করে চাউল দেওয়া হয়।
এ সময় উপস্হিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার পিআইও মোছাঃ নাহিদা ইসলাম, বুড়িপোতার ইউনিয়নের চেয়ারম্যান মো শাহাজামান এসময় অটো চালকদের রাস্তায় বের না হয়ে ঘরে থেকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান হয়।