মেহেরপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প এর আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোঃ সামছুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আ্যড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর বারাদি হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ হাবিবুল ইসলাম খান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামাণিক, মেহেরপুর বিএডিসি বীজ প্রসেসিং উপপরিচালক মোঃ শামীম হায়দার, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন।
কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসানের সঞ্চালনায় রোভিং সেমিনারে আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রতিনিধি মোঃ আতাউর রহমান, জেলা কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল এবং দূরদূরান্ত থেকে আগত কৃষক বৃন্দ।