মেহেরপুর এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল ওয়াহেদ মাস্টারের নাতনি ফারজানা হোসেন দম্পত্তি প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন মানুষকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
খাঁন পাড়ার স্থানীয় এক ব্যক্তি বলেন, আমি ২০১৬ সাল থেকে দেখছি মেহেরপুরের বিভিন্ন জায়গার অসহায় দুস্থ পরিবারকে গোপনে সাহায্য সহযোগিতা দিয়া আসছে প্রতি বছরের ন্যায় এ বছরেও তারা এই সাহায্য সহযোগিতা করছে।
এ সময় মরহুম আব্দুল ওয়াহেদ মাস্টারের পরিবারের সদস্য মেহেরপুর প্রতিদিন কে বলেন, বিগত বছরের ন্যায় এ বছরে আমরা ৮০০টি কম্বল, ২০০ পরিবারকে চাল ডাল, ২০ পিচ শীতের চাদর ও ১০০ পিচ লুঙ্গি এবং ২০০ পিচ শাড়ি দিচ্ছি।
হঠাৎ পাড়ার মাসুম বলেন, সাহায্য পেয়ে আমি অনেক খুশি।
মাঠপাড়ার আয়মা খাতুন বলেন আমি প্রথম এই বছরে সাহায্য সহযোগিতা পেয়েছি তবে এখান থেকে আমার মেয়ে সাহায্য সহযোগিতা পেয়েছে।
তাঁতীপাড়ার শান্তি বলেন আমি গত বছরে সাহায্য সহযোগিতা পেয়েছি এ বছরেও পাচ্ছি এতে আমি অনেক খুশি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে।
নতুন পাড়ার দুলি বলেন আমি গত বছরে সাহায্য পেয়েছি এ বছরও সাহায্য পাচ্ছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং তাদের যেন ধন-সম্পত্তি আরও দেয় তাহলে আমরা আরো বেশি সাহায্য সহযোগিতা পাব। এ সময় তিনি আরো বলেন, মেহেরপুরে অনেক বড়লোক এবং বড় ব্যবসায়ীরা রয়েছে তারা যদি আমাদের মত মানুষকে সাহায্য ও সহযোগিতা করতো তাহলে আমরা আরো ভালো থাকতে পারতাম এই শীতে আমাদের কষ্ট হয়।