উনপঞ্চাশে পদার্পণ করেছে বাংলাদেশ। আর এই বিজয় এর উল্লাস পালনে দেশব্যাপী চলছে নানা কর্মকাণ্ড দেশব্যাপী নানান ধরনের ভালো কার্যক্রমকে দেশ ও দেশের বাইরের সর্বস্তরের মানুষকে জানাতে কাজ করছে গুড টার্ন ফর টুডে নামক একটি ফেইসবুক পেইজ। পেইজটি গতানুগতিক ধারার বাইরে; ভালোত্বের গল্প তুলে আনে ।
এই পেইজটিতে কাজ করছে দেশের উদ্যমী বুদ্ধিদীপ্ত ৫৮ জন তরুণ কো-অর্ডিনেটর। বিজয়কে উদযাপন উপলক্ষ্যে তারাও নিয়েছে ব্যতিক্রম উদ্যোগ। শুধু ভালোত্বের গল্প তুলে ধরা নয় বরং এর পাশাপাশি ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করেছে।
১৭ই ডিসেম্বর দেশের প্রত্যেকটি জেলার কো-অর্ডিনেটররা তাদের সামর্থ্য অনুযায়ী বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ ও শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন ।
তারই ধারাবাহিকতায় মেহেরপুর জেলার কো-অর্ডিনেটর বাদশা খান কম্বল, মাস্ক বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।
গুড টার্ন ফর টুডের কো-অর্ডিনেটররা জানান আমরা মানুষের করা ভালো কাজ গুলোকে সহজ সাবলীল এবং সুশৃঙ্খল ভাবে তুলে ধরি সর্বস্তরের মানুষের কাছে।
এবার নিজেরাই এমন ভালো কাজের কর্মপরিকল্পনা করেছি। আগামীতেও আমাদের এমন ধারা অব্যাহত থাকবে।”