এক সাথেই জন্ম নিয়ে আবার এক সাথেই দাফন হলো মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে প্রবাসীর স্ত্রীর গর্বে সদ্য জন্ম নেওয়া চার ভাইয়ের।
শুক্রবার (২১ অক্টোবর) রাত ৯ টার দিকে চার ভাই আবু সাইদ. হাবিব, আবু বক্কর ও সোলাইমাকে পুরতান মদনাডাঙ্গা গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই চার ভাই জন্মগ্রহণ করে।
এর পর সকাল ৭ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনজন ও সন্ধ্যা ৬ টার দিকে মদনাডাঙ্গার নিজ বাড়িতে মারা যায় ১ জন।
জানা গেছে, সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের বাহারাইন প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী মেরিনা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার সন্তান জন্মগ্রহণ করে। এর এক ঘন্টা পরেই মারা যায় তিন জন। সেখান থেকে আসার পর সন্ধ্যা ৬ টার দিকে মারা যায় আরো একজন।
স্থানীয়রা জানান, মেরিনা খাতুনের প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার সন্তান জন্ম নেয়।
এঘটনায় পুরো গ্রাম জুড়েই শোকের ছায়ায় ভাসছে।