মূল্য তালিকা প্রদর্শণ না করায় মেহেরপুর বড়বাজারের তিন সবজি ও এক মুদি ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
আজ বৃহস্পতিবার দুুপুর ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম সহযোগীতা করেন।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বড়বাজারে সোবহান সবজি ভান্ডারে পণ্যের খুচরা মুল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় ভাউচার না রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো: সোবহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ২ হাজার টাকা জব্বার সবজি ভান্ডারের মালিক মো: জব্বারকে ১হাজার টাকা, মিন্টু সবজি ভান্ডারের মালিক মো: আসাদুজ্জামান মিন্টুকে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী রবিউল স্টোরের মালিক মো: রবিউল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অভিযান চলাকালে এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।