বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মেহেরপুর কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের আওতাধীন চুক্তিবদ্ধ বীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে বোরো ধান বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী মেহেরপুর বিএডিসির প্রশিক্ষণ রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর বিএডিসির উপপরিচালক এনামুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি (ঢাকা সার্কেল) এর যুগ্ম পরিচালক মুস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক হাসমত আলী মিঞা, কুষ্টিয়া ধান গবেষণা ইনষ্টিটিউটের উর্ধ্বতন কর্মকর্তা মাহবুবুর রহমান দেওয়ান, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আকতারজ্জুমান, মেহেরপুর বীজ প্রত্যায়ন কর্মকর্তা মামুনুর রশিদ, সহকারি পরিচালক কামরুল হক মিয়া।
প্রশিক্ষণে চুক্তিবদ্ধ ৫০ জন চাষী অংশগ্রহণ করেন।
মেপ্র/ইএম