বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর পৌর ঈদগাহ পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানির সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ।
জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জেলা যুবদল সদস্য মনিরুল ইসলাম মনি, যুবদল নেতা রবি, জেলা ছাত্রদলের সহ সম্পাদক ফরিদুল ইসলাম (মিন্টু), পৌর ছাত্রদলের নেতা বিল্লাল হোসেন, উজ্জল হোসেন, লিটন, ফুড়তি, সাব্বির হোসেন, আবের, মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আলী, বাছিম উদ্দীন, জেলা নবীন দলের দপ্তর সম্পাদক সোহাগ আলী, সাকিব, হাসানুর, নাদিমসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতেই নেতৃবৃন্দ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শ্লোগানে মুখরিত করে তোলে কার্যালয়ে।
পরে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতৃবৃন্দরা। বেগম খালেদা জিয়াসহ দেশব্যাপী সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।