চুরির অপরাধে গিয়াস উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট।
আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর শহরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে কারাদন্ড দেওয়া হয়।
গিয়াস উদ্দিন মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এই আদালত পরিচালনা করেন।
দন্ডবিধ ১৮৬০ এর ২৯১ ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রমর কারাদণ্ড দেওয়া হয় বলে জানান আদালতের বিচারক মাজহারুল ইসলাম।
এর আগে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে ফরমান হার্ডওয়ার এন্ড সেনেটারিতে চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করে দোকান মালিক। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন তিনি।
এদিকে দণ্ডিত গিয়াস উদ্দিনের ৪ মাসের কারাদণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। বয়স্ক মানুষকে কারাদণ্ডকে কেন্দ্র করে অনেকেই লিখেছেন, সরকারের পুকুর চুরি করে পার পেলেও পেটের দায়ে ছোট চুরির সাজা ৪ মাস। অনেকেই ভ্রাম্যমান আদালতের বিচারকের তীব্র সমালোচনা করেছেন।
তবে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মাজহারুল ইসলাম বলেছেন, শহরের একটি হার্ডওয়্যার দোকান থেকে ১০ পিচ বলভাল্প পণ্য যার মুল্য ২৬ শ টাকা চুরি করে পালিয়ে যাচ্ছিলেন গিয়াস উদ্দিন।
সে এলাকার একজন চোর এবং মাদকাসক্ত। ভালো হওয়ার জন্য সে নিজের কারাদণ্ড চান। ৩/৪ মাস জেলে থাকলে ভালো হয়ে যাবে বলেও জানিয়েছেন এজন্য তার অনুরোধই ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজামান বলেছেন গিয়াস উদ্দিন একজন মাদকাসক্ত। সে নেশার টাকা জোগাড় করতে প্রায় ছোট খাটো চুরি করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা আমার জানা নেই।