মেহেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে মাস ব্যাপী শুরু হলো তাঁতবস্ত্র, ক্ষুদ্র কুটির শিল্প মেলা।
মেহেরপুর সরকারি কলেজ মাঠে শনিবার সন্ধায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার মূল আয়োজক পুনাক এর সভাপতি তাহেরা রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, মুজিবনগর উপজেলার চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান শাহজামান, সহ জেলা পুলিশের বিভিন্ন সদস্য।
মাসব্যাপী এই মেলা যা থাকছে- চোখ ধাঁধানো মনোরম পরিবেশ, রং বেরঙের আলোকসোজ্জা, দেশী বিদেশি বাহারী পণ্য সামগ্রী ও মুখোরোচক খাবার নিয়ে প্রায় শতাধিক স্টল, সেই সাথে বিনোদনের জন্য ঐতিহ্যবাহী সার্কাস।
মেপ্র/আরপি