জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত ক্যাম্প থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
১৫ আগস্ট বিকেল সাড়ে ৩ টায় শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন বিজিপি (৬) এর উদ্যোগে ও বুড়িপোতা সীমান্ত ক্যাম্পের ব্যবস্থাপনায় বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসার সেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান (বিজিপি ৬) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাকিবের উপস্থিতিতে এবং বুড়িপোতা ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর ও বিজিবি ক্যাম্পের সদস্যদের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেজর ডাঃ ফারহানা ইয়াসমিন।