মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করায় মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার সময় মুখার্জি পাড়ায় মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ , জেলা বিএনপির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপ্নন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহমুদ সানিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।