মেহেরপুরে জেলা বিএনপির একাংশ ও জেলা ছাত্রদলের একাংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে মেহেরপুর শহরের বড় বাজার অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি।
এসময় তারা বলেন, মেহেরপুর শহরের পৌর কলেজ তথাকথিত ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের গভার্নিং বোর্ডের সভাপতি পরিবর্তন করে গত ২২ অক্টোবর একজন সমাজ বিরোধী চিহ্নিত অপরাধী মেহেরপুর আটলান্টিকা হোটেলের অপকর্ম মামলার তালিকা ভুক্ত আসামি বহু অপকর্মের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনকে দায়িত্ব অর্জন করার প্রতিবাদে অত্র কলেজের শিক্ষার্থী তথা মেহেরপুরের জনসাধারণের পক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা শিক্ষায় জাতির মেরুদন্ড, অথচ সেই প্রতিষ্ঠানে সভাপতি নিযুক্ত করা হয় একজন চিহ্নিত দূর জন ব্যক্তিকে, আমার প্রশ্ন এই প্রতিষ্ঠান থেকে কি শিক্ষা পাবে কোমলমতি শিক্ষার্থীরা? আমরা আরো মনে করি একজন দুর্বৃত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেতে সহযোগিতা করে একটি কুচক্রী মহল।
আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং মেহেরপুরের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি অনত্তবিলম্বে এডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনকে অপসারণ করে একজন শিক্ষানুরাগী সর্ব মহলে গ্রহণযোগ্য পরিচ্ছন্ন ব্যক্তি কে দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুবদল নেতা মোঃ উজ্জ্বল, মোঃ ইদ্রিস, জয়নাল, চাঁদ আলী, সুরুজ, ইলিয়াস, জনি, রুবেলসহ বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা।