নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মনোনয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের সুবিধাভোগী মহিলাদের সমন্বয়ে মেহেরপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা প্রতিপাদ্যে” বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়ায় সিডিপি কার্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত উঠান বৈঠককে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া,সিডিপি
সমন্বয়কারী জন প্রবঞ্জন বিশ্বাস,রজনী মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী রোজিনা খাতুন,পূর্ণভবা মহিলা কল্যাণ সমিতির সাধারন সম্পাদিকা
জান্নাতুল আরা লিনা,নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী সুফিয়া আক্তার জামিলা বক্তব্য রাখেন।
ট্রেড প্রশিক্ষক মীর দানীয়েল হোসেনের সঞ্চালনায় এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সমিতির সভানেত্রীবৃন্দ,উপকারভোগী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
পরে “নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ” এই প্রতিবাদে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।