মেহেরপুর সদরে করোনা ভাইরাস ও বেপরোয়া ভাবে গাড়ি চলাচল রোধে ট্রাফিক পুলিশের সর্তকতা অভিযান।
রবিবার বিকালে মেহেরপুরের হোটেল বাজার মোড়ে টি আই ইসমাইলের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি বলেন, মেহেরপুর গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। তারই পরিপেক্ষিতে মেহেরপুরে বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
ঈদুল আযহার দ্বিতীয় দিন অর্থাৎ আজকের দিনে যানবাহন চলাচল কম থাকায় শহরের বিভিন্ন রাস্তায় বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনা রোধে আমাদের চেকপোস্ট। যাতে করে অকালে ঝরে না পড়ে মূল্যবান প্রাণ।
তিনি আরও বলেন, একই মোটরসাইকেলে তিন জন আরোহী, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, হেলমেট ও মাস্ক ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসময় মেহেরপুর জেলা ট্রাফিক টিএসআই উত্তম কুমার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ট্রাফিক সার্জেন্ট বাচ্চু টি এস আই জাহাঙ্গীর হোসেন।