মেহেরপুরে তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মেহেরপুর মহিলা কলেজ মোড় সেভেন সেন্স হোটেলে এ ট্রেনিংয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার পরিচালক মনিরুল ইসলাম।
এসময় মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে তাতাসা হজ্জ ও ওমরাহ কাফেলা ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন।
বিশেষ মেহমান হিসেব উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংকের সাবেক এজিএম রমজান আলী, কুষ্টিয়া ডিভিশন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ইনর্চাজ শাহা জামাল, জাতীয় ইমাম পরিষদের মেহেরপুর জেলার সভাপতি হাফেজ মাওলানা রোকনুজ্জামান।
এসময় হজ্ব ও ওমরাহ করার জন্য বিভিন্ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার পরিচালক মনিরুল ইসলাম মেহেরপুর প্রতিদিনকে বলেন আগামী ১৪ থেকে ৩০শে অক্টোবর মাসের মধ্যে ডিসেম্বর মাসে ওমরা পালন করার জন্য বুকিং নিশ্চিত করলেই প্রথম ১০ জনের জন্য রয়েছে ১৫% ছাড় (জন প্রতি)।