মেহেরপুরে সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলো ঝিনাইদহের মহেষপুরের ঠান্ডু মিয়ার ছেলে মো: অপু (১৯),ঝিনাইদহ চোরগৌয়ালের গোলাম মস্তফার ছেলে মো: বকুল (৪২) ও পাগলাকান্দি গ্রামের ছেকেন্দার আলীর ছেলে আনিছ (৩৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে আহত তিন চোর কাঁঠালপোতা গ্রামে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা দেখে ফেলে। এসময় সংক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি শুরু করে।
পরে মুমুর্ষ্য অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর সদর থানার ওসি জানান, সকালের দিকে পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে ঝিনাইদহ থেকে একটা দল মোটরসাইকেল নিয়ে আসে। এ সময় স্থানীয়, জনতাদের সন্দেহ হলে তাদের গনপিটুনি দেয়। আমাদের সংবাদ দিলে ঘর্টনা স্থানে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসি আপাতত চিকিৎসাধীন অবস্থায় আছে। আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।