মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে দুর্ঘটনা প্রতিরোধে ডিভাইডার স্থাপন করা হয়েছে। রবিবার সন্ধায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই রোড ডিভাইডার স্থাপন করা হয়।
দুর্ঘটনা প্রতিরোধে শহরের কলেজ মোড় থেকে বিআরটিসি কাউন্টার পর্যন্ত রোড ডিভাইডারের মাধ্যমে প্রধান সড়ককে দুইভাগে বিভক্ত করা হয়েছে।
এসময় টি আই ১ ইসমাইল হোসেন বলেন, মেহেরপুর শহরকে জানজট ও দুর্ঘটসা মুক্ত করতে জেলা পুলিশ সুপারের নির্দেশে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, টি আই ২ গোলাম মুজতবা, এটিএসআই আমিরুল, মোস্তাফিজুর প্রমুখ।
:নিজস্ব প্রতিনিধি