মেহেরপুরে নতুন করে আরও ১২ জন কোরনা রোগী সনাক্ত হয়েছে। ২৭ জুন শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৫৫ টি প্রাপ্ত রিপোর্ট এর মধ্যে ১২ টি পজিটিভ এসেছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন (একজন ফলেআপ) এবং গাংনীতে ৬ জন।
মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরপুরে নতুন করে ১২ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছে।
শনিবার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ জনের এর মধ্যে সদর উপজেলার ৪ জন, মেহেরপুর সদর হাসপাতালের ১৬ জন, গাংনীর ৭ জন এবং মুজিবনগরের ৫ জন।
এ নিয়ে শনিবার পর্যন্ত মেহেরপুর জেলায় সর্ব মোট ১৯০৮ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বমোট ফলাফল এসেছে ১৭৫২ টি তার মদ্য থেকে ৭২ জন কোরনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে মেহেরপুর সদরে ৩৬ জন, গাংনী ৩০ জন, মুজিবনগর ৬ জন।
উল্লেখ্য, জেলায় করোনাতে মৃত্যু হয়েছে ৫ জনের, সুস্থ হয়েছেন ২৩ জন, জেলা থেকে ট্রান্সফার্ড করা হয়েছে ৫ জন কে, বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৯ জন।