মেহেরপুরে নতুন করে ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বতর্মান আক্রান্তের সংখ্যা ১১১ জন। এর মধ্যে সদর উপজেলায় ২১ জন, গাংনীতে ৫০ জন এবং মুজিবনগরে ৩৭ জন রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ ৯৭ টি রিপোর্টের ফলাফল এসেছে। এসময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব,নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় ঃ গাংনী উপজেলার চৌগাছা জোরিনা (৭০) ছাতিয়ান গ্রামের মনিরুল ইসলাম (৩১) এ্যলাঙ্গি গ্রামের লিয়াকত (৫০), এসএম প্লাজা সজীব (২৪) মেহেরপুর স্টেডিয়াম পাড়ার রোজিনা (৬৬) সদর উপজেলার বরাকপুর গ্রামেল গোলাম কাউছার (৫৪) মুজিবনগর উপজেলার দারিয়াপুর আকবর আলী (৫০), আনন্দবাস গ্রামের নজরুল (৭০), বিশ্বনাথপুর গ্রামের দেলোয়ার হোসেন (২৪) রশিকপুর গ্রামের জসিম (৩৫) বাকি তিনজন দামুরহুদার, একজনের পরিচয় পাওয়া যায়নি।