মেহেরপুরে নতুন করে আরও ৪২জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২জন, গাংনীতে ২১জন এবং মুজিবনগরে ৯ জন রয়েছেন।
রবিবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্টের ১৩৩টির মধ্যে পজেটিভ ৪২ টি।
আজকের ৪২টি পজিটিভের মধ্য দিয়ে জেলায় মোট পজিটিভ কেসের সংখ্যা ২২৫টি। এর মধ্যে সদরে ৬৯, গাংনী ৯৯ ও মুজিবনগরে ৬৭টি। জেলায় এ পর্যন্ত মৃত্যু ২৭ জনের এর মধ্যে সদর ১০, গাংনী ১১ ও মুজিবনগরে ৬ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩৯ জন।
ভিন্নসূত্রে পাওয়া পাজিটিভদের পরিচয়, গাংনী শিশিরপাড়ার গোলাম মোস্তফা (৪৮), ছাতিয়ানের রেজাউল (৫৮), তাসবি আহমেদ (১৪), রেহানা (৪৫), হিন্দার মহিবুল (৫৫), করমদির ইয়ারুল (৫৫), হিন্দার মনোয়ারা (৪৫), সাহারবাটির সেলিনা (৫২), হাড়াভাঙ্গার হাবিবুর (৩৪), হলপাড়ার মোসাদ্দেকুর (৩৭), ধর্মচাকীর মরিয়ম (৭০), তেতুলবাড়িয়ার বিপ্লব হোসেন (২৭), আয়েসাদুল বানু (৬০), ফেরদাউস হোসেন (৬০), রিপা খাতুন (৩০), ইয়াসিন আলী (৫৮), মেহেদি হাসান (১৬), সেলিনা খাতুন (৪০), আয়েশা (৫০), করমদির রফিকুল ইসলাম (৩৫)।
দারিয়াপুরের আসমা (৪৫), নাজিরাকোনার আদরি (৫০), সোনাপুরের জয়নাল (৫৬),ইমানুর (৩৫), কেদারগঞ্জের রেহেনা (৪৫),মানিকনগরের হামিদা খাতুন (৬৯), আনন্দবাসের জাকিয়া খাতুন (৬০), আশরাফুর (৬৫), রশিকপুরের ফজিলা (৫০)।
মেহেরপুর মল্লিকপাড়ার আশিকুর আলম (২৬), দিঘিরপাড়ার মাহাতাব আলি (৬২), বারাদির শাহেরা (৬০), রাজনগরের খাইরুল (৩০), পুরাতন পোস্ট অফিস পাড়ার হাসিনা খাতুন (৪২), আমঝুপির জয়গন নেছা (৪৫), কাঁসারীপাড়ার খালেদ হাসান (২০), সাহারা বানু (৬২), কোর্ট পাড়ার পিয়ারুল শেখ (৪০), পিয়াদাপাড়ার তানিয়া (২৫), আমঝুপির ইশতিয়াক আলম (৩৯), আলমপুরের ইসমাইল (৬৫)।
সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন সবাইকে সামাজিক দূরত্ব, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।