মেহেরপুরে নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সবগুলোই মেহেরপুর পৌর শহরের। আক্রান্ত ৭ জনের মধ্যে একই পরিবারের ৬জন। এনিয়ে জেলায় ৮৭ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৩৩ জন সুস্থ হয়েছেন, ৫ জন মারা গেছেন। ৮ জন রেফার্ড করা হয়েছে।
আক্রান্তরা হলেন- মেহেরপুর শহরের নীলমনি হলপাড়ার ফরহাদুল রেজা। তিনি জীবননগর উপজেলা মৎস্য কর্মকর্তা। তার পরিবারের আরো ৫জন । তারা হলেন বুলবুল (২৬), বাঁধন (২১), হীরা (৩৮), তাসিন (৮) , আরিছা (১৩)। বাকি একজন হলেন পুরাতন আক্রান্ত তানিয়ার বোন মন্ডলপাড়ার জান্নাতুল।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, আজ কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ১৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭টি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ।
তিনি জানান, এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ১৮৮৮টি।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৪১ (সদর-২৪, গাংনী-১৪, মুজিবনগর-৩) জন।