কেন্দ্রীয় জাতীয় পার্টির কোনো নির্দেশনা নেই। জাতীয় পার্টির মেয়র প্রার্থী না থাকায় স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটনের পক্ষে ভোটের প্রচারণায় নেমেছেন।
আজ শনিবার দিনব্যাপি জাতীয় পার্টির নেতৃবৃন্দ মেহেরপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে মাহফুজুর রহমান রিটনের নৌকা প্রতিকের পক্ষে গণ সংযোগ চালিয়েছেন। গণসংযোগ শেষে ৭ নং ওয়ার্ডের নৌকার নির্বাচনী অফিসের সামনে পথসভা করেছেন।
পথ সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হাদী, সদস্য সচীব সুমন পারভেজ, মেহেরপুর পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান, ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মইনুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবু জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মেহেরপুর পৌর সভা নির্বাচনে জাতীয় পার্টি কোনো প্রার্থী মনোনয়ন দেইনি। তাই স্থানীয় জাতীয় পার্টির সিদ্ধান্ত মোতাবেক আমরা একজন যোগ্য ও সৎ প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে নিয়েছি। আমরা এও সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পার্টি রিটনের পক্ষে থেকে নির্বাচন করবে। জাতীয় পার্টির কর্মী সমর্থক ও ভোটারদের নৌকার প্রার্থী মাহফুজুর রহমান রিটনের পক্ষে থাকার আহবান জানান তারা।