মেহেরপুরের শোলমারী গ্রামের একটি আমবাগানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে এক কৃষক অহত হয়েছেন। আহত কৃষক সোহানুর রহমান সোহান(৩৫) সদর উপজেলার শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শোলমারী গ্রামের ঈদগাহ পাড়ার হয়জদ্দিনের আম বাগানে এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকাবাসী এগিয়ে এসে আহত সোহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তবে ঘটনাস্থলটি মাদকের অভয়ারণ্য হওয়াতে এবং এলাকাটিতে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা থাকাতে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আরিফ নামের স্থানীয় এক কৃষক বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও সোহান তার কৃষি জমিতে যাচ্ছিল। পথে হয়জদ্দিনের আম বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় গাছে নিচে পড়ে থাকা দড়ি দিয়ে বাঁধা প্লাস্টিকের একটি ব্যাগে পা পড়ে। এসময় বিকট বিস্ফোরনের শব্দ হয়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
এ বিষয়ে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহসান খান বলেন, ‘আমরা এখন ঘটনাস্থল পরিদর্শন করছি। এখনই কোন মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’