একটা সেলাই মেসিন আমার জীবনের গতি পাল্টে দেবে। অন্যের কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাড়িয়ে এখন সংসার চালাবো। আমি দর্জির কাজ করে আমার সংসারের উন্নয়ন করবো।
পায়রা সংস্থার কাছ থেকে সেলাই মেসিন নিয়ে এভাবেই তার অবেগভরা কথাগুলো বললেন হতদরিদ্র কাজল রেখা বলেন।
আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ’র অর্থায়নে স্থানীয় এনজিও সংস্থা পায়রা এলাকার বিভিন্ন অসহায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেসিন বিতরণ অব্যাহত রেখেছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার আমঝুপি গ্রামের মুশিরুল ইসলামের স্ত্রী মৃত কাজল রেখা, মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী মোছা: আরিফা খাতুন, শেখপাড়া এলাকার সাইফ হোসেনের স্ত্রী সায়লা খাতুনকে সেলাই মেসিন প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন, পায়রা সংস্থার সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান চন্দন, নির্বাহী সদস্য বিল্লাল হোসেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ও পায়রা সংস্থার উপদেষ্টা এএসএম ইমনের পৃষ্টপোষকতায় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষদের মাঝে সংস্থাটি ১ হাজার টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ অব্যাহত রেখেছে।