মেহেরপুরে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৪ জন আসামী গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে জিআর মামলায় ২ জন, সিআর মামলায় ১ জন ও নিয়মিত মামলায় ১ জন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জন ও গাংনী থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেন।
আজ শুক্রবার (২০ মে) সকালে মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পারিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামীদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।