পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামে মানিক হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছেন। আহত মানিক হোসেন ইসলামপুর গ্রামের আমিনুল ইসলাম ইসলামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বাজারের উপর অর্তকিত হামলা চালিয়ে তাকে আহত করেন প্রতিপক্ষরা।
আহত মানিকের চাচাত ভাই ব্যবসায়ী আব্দুর রব রতন জানান, গত বছর আমার এক বিঘা জমি লিজ নিয়ে মিজার নামের একজন কচু আবাদ করেন। সময় পার হয়ে গেলেও সে জমি থেকে কচু উত্তোলন করেনি।
এনিয়ে গত বছরে স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়েছে। পরে কিছুদিন সময় দিয়েও সে কচু জমি থেকে না উঠালে আমি সেই জমি চাষ করে ফেলি। নিয়ে তাদের সাথে আমার শত্রুতা ছিল।
শুক্রবার আমার জমিতে বাঁশের খুটি পুতে পাট শুকানোর চেষ্টা করে তারা। পাট শুকাতে নিষেধ করাই আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন, হেতাল আলীর ছেলে মিলন হোসেন, লিটন হোসেন, আব্দুল মান্নান ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন পূর্ব পরিকল্পিতভাবে লাঠি শোঠা ও ধারাল অস্ত্র দিয়ে মানিক হোসেনের উপর হামলা করে।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করি। তার মাথায় ৪ টি সেলাই হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারপিটের দাগ রয়েছে।
এঘটনায় ৫ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।