মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মোমিন ওরফে সুরুজকে পিটিয়ে আহত, নগদ টাকা ছিনতাই ও মোবাইলফোন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এঘটনার বিচার দাবি করে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সুরুজ।
জানা গেছে, আজ বুধবার (১৯ জুলাই) সকাল ৯ টার দিকে সুরুজ তার মায়ের নামীয় জমির কলার ক্ষেতে কাজ করছিলেন।
এসময় কুলবাড়িয়া গ্রামের সুমন, মামুন, আব্দুল লতিব, জুয়েল, আব্দুল কুদ্দুছ, হুদাল্লিল, মুলুক, নাজাতুল্লাহ ও তাদের লোকজন কলার ক্ষেতে দেশীয় অস্ত্র লাঠি শোঠা, লোহার রড ও হাসুয়া নিয়ে হামলা চালিয়ে আমাকে বেধড়ক মারপিট করে।
এসময় আমার কাছে থাকা একটি এন্ড্রয়েট স্যামসাং মোবাইল ফোন পুড়িয়ে দেয় এবং নাগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটিতে আগুন লাগিয়ে দেয়। এছাড়া গলায় হাসুয়া ধরে হত্যার হুমকী দেয়।
এঘটনায় আব্দুল মোমিন বাদী হয়ে মেহেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।