মেহেরপুরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে দুস্থদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর ১টায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রতিমন্ত্রীর মেহেরপুরস্থ বাসভবন থেকে এ চেক বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক চিকিৎসা তহবিল থেকে প্রতি নিয়ত অসহায় মানুষের মাঝে সাহায্য করে যাচ্ছে। তারই পরিপেক্ষিতে আজ মেহেরপুর সদর উপজেলায় ৫০ জনের মধ্যে প্রত্যেককে ১ হাজার করে ৫০,০০০ টাকার চেক প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন সারা বিশ্বের নেয় বাংলাদেশও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। অযথা বাইরে ঘুরাঘুরি করা যাবে না। যদি প্রয়োজন হয় তবে মুখ মাস্ক পরিধান করে বাইরে যেতে হবে এবং কাজ শেষ করে খুব দ্রুত ঘরে চলে যেতে হবে।
অনুষ্ঠানে প্রত্যেকের হাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে চেক তুলে দেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আসিফ, সাধারণ সম্পাদক কুতুব, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সাল হাসান (রকি), মেহেরপুর সকারি কলেজ শাখা এবং ছাত্রলীগ নেতা শামীম, ইব্রাহিম প্রমুখ।