মেহেরপুর জেলাতে সারা দেশের ন্যায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ শুরু হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় মেহেরপুর জেলার মোট ৩৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলায় এবার মোট ১১ হাজার ৫৩০ জন প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ৭৪৩ জন ইফতেদায়ী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার ১৫ টি কেন্দ্রে ৪৩৩৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা নিচ্ছে ২০৮৭ জন ছাত্র এবং ২২৪৭ জন ছাত্রী, গাংনী উপজেলায় ২৬০০ জন ছাত্র ও ২৮৮৫ জন ছাত্রী, মুজিবনগর উপজেলায় ৭৯৯ জন ছাত্র ও ৯১২ জন ছাত্রী। এফতেদায়ী পরিক্ষায় জেলায় ৪৬৮ জন ছাত্র ও ২৭৫ জন ছাত্রী অংশগ্রহন করছে।
-নিজেস্ব প্রতিনিধি