বজ্রপাত প্রতিরোধে এবং মাঠের কৃষকদের নিরাপত্তায় তালের চারা রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলার ১১ টার সময় তালের চারা রোপন কর্মসুচীর উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ( বিএটিবি) গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর মাঠে অনুষ্ঠানের আয়োজন করে।
বিএটিবির আঞ্চলিক ব্যাবস্থাপক সাজ্জাদ আহ্ােম্মদ তালুকদারের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল ও বিএটিবির এরিয়া ম্যানেজার এএসএম কামাল।
মোহাঃ রবিউল ইসলামের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মাস্টার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেন, কুষক লীগ নেতা আতিয়ার রহমান, কাথুনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলীসহ স্থানীয় কৃষকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
শুধু তালের চারা রোপনই নয় বজ্রপাতের আঘাত থেকে কৃষকদের নিরাপত্তায় বিভিন্ন মাঠে কৃষক ছাউনি স্থাপন করা হচ্ছে । নবীনপুর মাঠেও স্থাপন করা হবে কৃষক ছাউনি। কৃষক ছাউনির সাথে স্থাপন করা হবে বজ্রপাত প্রতিরোধক টাওয়ার। কুষকের সন্তান হিসেবে কৃষকদের কল্যাণে পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন এমপি সাহিদুজ্জামান খোকন।
মেহেরপুর লিফ রিজিয়ন(বনায়ন) কর্মসুচীতে মেহেরপুর জেলার বিভিন্ন রাস্তা ও পতিত ফাকা জায়গায় ১১ হাজার তালের চারা রোপন করা হয়।